Web Design and Development

Web Design and Development

Web Design and Development!!!

 ক্যারিয়ার হোক ফ্রিল্যান্সিং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ( Career Freelancing Web Design and Development)!

 

দিনে দিনে এই ওয়েব সাইটের চাহিদা বেড়েই চলছে। কেননা প্রতিদিন সারা বিশ্বে নতুন নতুন কোম্পানি গড়ে উঠছে।

 

আর এই কোম্পানির অনলাইন পরিচিতির লাভের প্রথম ধাপ হলো তার ওয়েব সাইট। কাজেই এই ওয়েব সাইট তৈরির জন্য প্রয়োজন ওয়েব ডিজা্ইনার।

 

যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্তমানে অনলাইনে যে সকল কাজ গুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হট ট্রেন্ড হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। মার্কেটে ওয়েব ডেভেলপারের চাহিদা রয়েছে প্রচুর।

 

শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেট ই নয়, আমাদের দেশীয় মার্কেটেও এখন ওয়েব ডেভেলপারের বেশ ভাল চাহিদা, এছাড়াও ওয়েব ডিজাইন শিখে চাকরীর পাশাপাশি ব্যবসাও করার সুযোগ রয়েছে! দিন দিন এর কর্ম ক্ষেত্র বেড়েই চলেছে।

২.০। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কি?

Web Design মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট বানানো। যেমন ধরুন এটার লেয়াউট কেমন হবে। হেডারে, মেনু কোথায় থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি।

আর Web Development হচ্ছে একটা ওয়েব সাইটের প্রাণ সঞ্চার করা। একজন ওয়েব ডিজাইনার যে ডিজাইন তৈরি করেন তার প্রতিটা উপকরণকে ফাংশনাল এবং ডাইনামিক করার জন্য পরিচালিত কর্মকান্ডই হচ্ছে Web Development। একটা ওয়েব সাইট কে তিনটা ভাগে বিভক্ত করা যায় যেমন ডিজাইন বা টেমপ্লেট, কনটেন্টম্যানেজমেন্ট সিস্টেম এবং ডাটাবেস। একজন ওয়েব ডেভেলপার এই তিনটি বিষয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে পুরো সিস্টেমটি কে সক্রিয় এবং ডাইনামিক করে থাকেন।

 

২.১। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখতে আগে যা জানতে হবে?

 

আপনাকে একজন ভালো ওয়েব ডিজাইন ও ডেভেলপার হতে হলে HTML, CSS, JAVASCRIPT, JQUERY, Bootstrap, PHP, MySQL এর পাশাপাশি  WordPress, Joomla, Drupal, Megento এর সম্পর্কে জ্ঞান রাখতে হবে।

 

২.২ কোথায় জব/কাজ পাবেন ?

 

ফ্রিল্যান্স মার্কেটপ্লেস

পত্রিকা/ম্যাগাজিন/প্রকাশনা প্রতিষ্ঠান

অনলাইন মার্কেট প্লেইস

ওয়েব ডেভেলপিং প্রতিষ্ঠান

যেকোনো প্রতিষ্ঠানের ওয়েব ডেভেলপার

প্রশিক্ষণ কেন্দ্র ।

 

২.৩। Web Design and Development ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কিভাবে শিখবেন? কোথায় শিখবেন?

 

নিজে নিজে শিখতে চাইলে আপনাকে অবশ্যই অনলাইন থেকে হেল্প নিতে হবে।  এই ক্ষেত্রে youtube.com হচ্ছে বেস্ট। আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠান THE ACE TECHNICAL INSTITUTE থেকে করতে পাররেন।

 

আমাদের প্রতিষ্ঠানে ওয়েব ডেভেলপমেন্ট এর উপর কয়েকটি কোর্স অফার করে থাকে, এর মধ্যে কিছু হচ্ছে প্রফেশনাল কোর্স যেগুলো একদম বিগিনারদের জন্য , আর কিছু হচ্ছে Advance কোর্স।

এক্ষেত্রে আমরা গর্বিতভাবে নিজেদেরকে সব চেয়ে যোগ্য প্রতিষ্ঠান মনে করি। কেননা ইতি পূর্বে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা ওয়েব ডেভেলপমেন্ট এর উপর ট্রেনিং করেছেন , তাদের অধিকাংশই দেশ বিদেশে বিভিন্ন কোম্পানিতে সুপ্রতিষ্ঠিত।

 

আমরা ততক্ষন আপনাকে প্রশিক্ষণ দিয়ে যাবো , যতক্ষণ না আপনি চাকরির জন্য শতভাগ প্রস্তুত হবেন। আর এর জন্য আমাদের আছে সর্বাধুনিক ল্যাব সুবিধা , দেশের সব চেয়ে যোগ্য এবং ৮-১০ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকরা। আর আমাদের প্রত্যেকটি কোর্স এ থাকে real life project.

Web Design and Development সরকারি স্কলারশিপ এবং ফ্রি সেমিনারে অংশগ্রহন করতে চাইলে এই ফর্মটি ফিলাপ করে রাখুন। আমাদের অফিস থেকে যোগাযোগ করা হবে।

বিস্তারিত জানতে কল করুনঃ 01678777999
যোগাযোগঃ
The Ace Technical Institute
রোড নাম্বার ১
বাড়ি নাম্বার ৮ (দ্বিতীয় তলা)
ও আর নিজাম আবাসিক এলাকা
জিইসি, চট্টগ্রাম

আমাদের অন্যান্য কোর্স নিয়ে বিস্তারিতঃ

Graphics Design
Video Editing

Digital Marketing