IELTS কোর্স এর পাশাপাশি হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে নিতে পারেন।
পাঠক, প্রথমেই একটি প্রশ্নকরি,
আমাদের দেশে IELTS কোর্স কারা করে? কখন করে?সাধারণত কোন শিক্ষার্থী যখন পড়াশুনার জন্য বিদেশে যেতে ইচ্ছুক তখন বিভিন্ন ভার্সিটির নিয়ম অনুযায়ী IELTS কোর্সটি করে থাকেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মুলত এইচ এস সি পরীক্ষার পর পরই ছাত্রছাত্রিরা উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে আগ্রহি হয়ে থাকেন।
এই ভর্তি হবার প্রক্রিয়াটি অনেক সময়ই অনেক দীর্ঘ হয়ে থাকে। IELTS কোর্স ছাড়াও দেখা যায় যে অনলাইনে আবেদন, অফার লেটার প্রাপ্তি, বিভিন্ন ভার্সিটিতে আলাদা আলাদা সেশন টাইম থাকার কারনে প্রায় ছয় মাস থেকে দেড় বছর পর্যন্ত সময় লেগে যায়।
সবসময়ই যে ভিসা প্রাপ্তির নিশ্চয়তা থাকে, তা কিন্তু না। অনেক সময় স্টুডেন্ট ভিসা না পাবার কারনে অনেক শিক্ষার্থীর মূল্যবান নষ্ট হয়ে যায়।
এই সময়টাকে শিক্ষার্থীরা চাইলে খুব ভালো ভাবেই কাজে লাগাতে পারেন। এক বছর মেয়াদি হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে রাখতে পারেন এই সময়টাতে।
দেশের বাইরে পড়াশুনা করাটা অনেকসময়ই প্রচুর ব্যয়বহুল হয়ে যায়। এই জন্য আমাদের দেশের অনেক শিক্ষার্থীরা বিদেশে পার্ট টাইম চাকরি করে থাকেন। পার্ট টাইম চাকরির জন্য ট্যুরিজম সেক্টরে সবচেয়ে বেশি চাকুরির সম্ভাবনা থাকে।
হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশুনা এর পাশাপাশি ডিপ্লোমা ডিগ্রি থাকলে চাকুরী পাওয়াটা সহজ হয়ে যায়। কিংবা দেশে থাকলেও বর্তমানে আমাদের দেশেই প্রচুর জব বিদ্যমান।
The Ace Technical Institute এ ডিপ্লোমা কোর্সটি UK (IQN) কর্তৃক অনুমোদিত বিধায় বিশ্বের সকল দেশেই এর চাহিদা আছে। আমাদের প্রতিষ্ঠানের প্রচুর ছাত্রছাত্রী বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে।
IQN সার্টিফিকেট এর সুবিধাসমূহ জানতে এই লেখাটি পড়ুনঃ
আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।
রোড নং ১
বাড়ি নং ৮
ও আর নিজাম আবাসিক এলাকা
জিইসি
01677777222