Professional sweet course

Professional sweet course

Professional sweet course প্রফেশনাল মিস্টি কোর্স করে নিজেই চমৎকার মিস্টি বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন।

মিষ্টি পছন্দ করেননা এমন কোন মানুষই হয়তো পাওয়া যাবে না। বাঙালি আগে থেকেই মিষ্টি পাগল জাতি। আমাদের দেশে অনেক এলাকা বিখ্যাত সেই এলাকার মিষ্টির জন্য।

বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানেও মিষ্টির প্রচুর ব্যবহার হয় আমাদের দেশে।

পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে মিষ্টির বিকল্প ভাবাই যায় না।

তবে অনেকেই বর্তমানে দোকানের মিষ্টি নিয়ে সংশয় প্রকাশ করে থাকেন।

বিভিন্ন রোগের অন্যতম কারণ হিসেবে মিষ্টিকে দেখানো হয়ে থাকে বর্তমানে।

পরিবারের বিশুদ্ধ খাবারের জন্য অনেকেই বাসায় মিষ্টি  বানাতে চান।

তাই আমরা নিয়ে এসেছি প্রফেশনাল মিষ্টি কোর্স।

এছাড়াও নিজের বাসায় মিষ্টি তৈরি করে খুব ভালো ব্যবসা করা যায়।

শহরাঞ্চলে বর্তমানে অনেকেই নিজ বাসায় মিষ্টি তৈরি করে অনলাইনে খুব ভালো পরিমাণে সেল করছেন। আমাদের প্রচুর শিক্ষার্থি অনলাইনে মিস্টি বিক্রি করে বেশ ভালো পরিমানে ইনকাম করছে। ব্যাবসা পরিচালনার ব্যাপারে আমাদের পর্যাপ্ত সহযোগিতা থাকবে

মিষ্টি বানানো কি বেশি কঠিন???

এই প্রশ্নটিই আমাদেরকে অনেকেই করে থাকেন।

আসলেই মিষ্টি বানানোর জন্য ছোট ছোট কিছু টেকনিক প্রয়োজন। সেই টেকনিকগুলো আপনার জানা থাকলে মিষ্টি বানানো কঠিন কিছু নয়।

আমাদের এই Professional sweet course প্রফেশনাল মিস্টি কোর্সে আমরা সকল মিষ্টি বানানোর সকল ছোটখাটো টেকনিক হাতে-কলমে দেখিয়ে দিয়ে থাকি।

Professional sweet course প্রফেশনাল মিস্টি কোর্স ৩ দিনের ক্লাসে যা যা শেখানো হবেঃ

➡️কালোজাম

➡️গোলাপজাম

➡️শাহী জর্দা

➡️স্পঞ্জ মিষ্টি

➡️মালাইচপ

➡️বালুসাই

➡️রসমালাই

➡️রসগোল্লা

➡️ক্রিম জাম

➡️মতিচুরা

➡️সন্দেশ

➡️দই

 

💥অনলাইনে মিস্টি আইটেম সেল করে আমাদের শিক্ষার্থিরা ভালোই টাকা ইনকাম করছে। অনলাইনে কিভাবে সেল করবেন এর উপর আলাদা সেশন থাকবে।

💥একেক ধরনের মিষ্টির জন্য আলাদা আলাদা ছানা তৈরির টেকনিক রয়েছে। যা ক্লাসে বিস্তারিত শেখানো হবে।

💥অনেকে ব্যবসা হিসেবে মিষ্টি তৈরির কাজ শিখতে চান। সে ক্ষেত্রে প্রাইসিং জানাটা অনেক গুরুত্বপুর্ন। খরচ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে।

💥💥আমাদের ট্রেইনার এর রয়েছে মিষ্টি সেল করার দীর্ঘদিনের অভিজ্ঞতা , যা আপনাকে ব্যবসায়ি হিসেবে ভালো আইডিয়া পাবেন।

💥সময়ঃ বিকেল ৩ টা থেকে সন্ধা ৭ টা

💥আমাদের অন্যান্য কোর্সের ব্যাপারে আপডেট পেতে চাইলে এই ফরমটি ফিলাপ করে রাখুন। এখানে ক্লিক করুন 

 

💥💥💥আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তিক অনুমোদিত। প্রতিষ্ঠান কোড ৭০২২০

➡️কোর্স সরাসরি আমাদের আধুনিক কিচেন ল্যাবে অনুষ্ঠিত হবে।

➡️অনলাইনে ক্লাস করার কোন সুযোগ নেই। আমরা কখনোই অনলাইনে ক্লাস করাই না। কারণ হচ্ছে ক্লাসে যেসকল প্রডাক্ট বানিয়ে দেখানো হয় তা শিক্ষার্থীরা নিজেরাই টেস্ট করে দেখতে পারে।

➡️পাশাপাশি ক্লাসের শেষদিনে শিক্ষার্থীরা নিজেরাই আইটেম গুলো নিজ হাতে বানানোর সুযোগ পায়। টিচার সরাসরি কারো ভুল থাকলে তা দেখিয়ে দিতে পারেন।

☢️প্রতি ব্যাচে আসন ১৫ জন। ☢️

➡️ভর্তি হতে চাইলে সরাসরি অফিসে এসে কনফার্ম করতে পারবেন।

💥কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে।

💥 মিস্টি কোর্স ফি ৩০০০ টাকা।

🅱️বিকাশে 500 টাকা পাঠিয়ে সিট কনফার্ম করতে পারবেন।

♦️তবে বিকাশে টাকা পাঠানোর আগে অবশ্যই এই নাম্বারে 01678777999 ফোন দিয়ে সিট খালি আছে কিনা তা কনফার্ম হয়ে নিবেন।

🚕ভর্তি হওয়ার আগে আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের ল্যাব এবং সরাসরি অফিসে কথা বলাটা আমরা উৎসাহ দিয়ে থাকি।

📄প্রতিটি কোর্সে আলাদা হ্যান্ডনোট প্রদান করা হবে।

📩 মিস্টি কোর্স শেষেও আমাদের সাপোর্ট থাকবে। প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে আলাদা সিক্রেট চ্যাট গ্রুপ খোলা হয়। কোর্স শেষে প্র্যাকটিস করার সময় কোন সমস্যা হলে সেখানে মেন্টরের সাথে সরাসরি আলোচনা করার সুযোগ থাকে।

🎄আরো বিস্তারিত জানতে এই নম্বরে যেকোনো সময়ে সরাসরি যোগাযোগ করুন 01678777999

 

 

▶️আমাদের অফিস এড্রেসঃ
রোড নম্বার ১
বাড়ি নাম্বার ৮ (দ্বিতীয় তলা)
ও আর নিজাম আবাসিক এলাকা।
জিইসি, চট্টগ্রাম।
(হোটেল ওয়েল পার্কের পাশের রোড )

01678777999

আমাদের অন্যান্য কোর্সঃ
প্রফেশনাল শেফ কোর্স
ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজম্যান্ট
প্রফেশনাল বেকিং কোর্স (৩দিন)
প্রফেশনাল মিস্টি কোর্স (৩দিন)
সুইস রোল ও ব্রাউনি কোর্স (৩দিন)
পিজ্জা ও কুকিজ কোর্স (৩দিন)