Graphics Design
Graphic Design!!! ক্যারিয়ার হোক ফ্রিল্যান্সিং ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন (Career Freelancing Creativ Graphic Design)!
গ্রাফিক্স ডিজাইন ( Graphic Design ) বর্তমান সময়ে একটি জনপ্রিয় পেশা। সাধারণত একজন নতুন (৬মাস-১বছর অভিজ্ঞতাসম্পন্ন) ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার অনলাইন মার্কেটপ্লেসে প্রতি ঘন্টায় ৮/১০ ডলার রেটে কাজ করেন এবং অবসর সময় কে কাজে লাগিয়ে মাসে গড়ে ১০,০০০-৫০,০০০ টাকা আয় করতে পারেন।
এ কাজটি একই সাথে আনন্দদায়ক এবং সৃজনশীল। যদি আপনার মাঝে ক্রিয়েটিভিটি থাকে আর স্বাধীনভাবে কাজ করতে চান তাহলে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারেন নিজেকে।
বিস্তৃত কর্মক্ষেত্র আর তুমুল চাহিদা থাকার কারণে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের গ্রহণযোগ্যতা খুবই বেশি। গ্রাফিক্স ডিজাইনে আউটসোর্সিং বা প্রোডাক্ট বেইজড কাজ করতে হলে আপনাকে আন্তর্জাতিক মানের গ্রফিক্স এর কাজ শিখতে হবে| নিজেকে আন্তর্জাতিক মানের ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ, জানতে হবে নিত্য-নতুন কলা-কৌশল।
১.০। গ্রাফিক্স ডিজাইন কি?
গ্রাফিক ডিজাইনের কথা শুনলেই আমারা যা কল্পনা করি তা হলো- লোগো ডিজাইন, কার্ড ডিজাইন, ফ্লাইয়ার ডিজাইন, ইন্টারফেস ডিজাইন এগুলো।
বাস্তবে গ্রাফিক ডিজাইনের ( Graphic Design ) অর্থ অনেক ব্যাপক। গ্রাফিক ডিজাইন হলো একটি মননশীল প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একজন গ্রাফিক ডিজাইনার বিভিন্ন ভিজুয়্যাল এলিমেন্ট(লাইন, কালার, টেক্সচার ইত্যাদি) দ্বারা তার চিন্তা ও মননশীলতার বহিপ্রকাশ ঘটায় অথবা সোসাইটিকে অর্থবহ মেসেজ দিয়ে থাকে অথবা বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরে।
আর এ জন্যই গ্রাফিক ডিজাইনকে ( Graphic Design ) বলা হয় “আর্ট অব কমিউনিকেশন”।
১.১। গ্রাফিক্স ডিজাইন ( Graphic Design ) শিখতে আগে যা জানতে হবে?
ধামা-ধাম ফটোশপ নিয়ে বসে পড়লে, ফটোশপ অপারেটর হতে পারবেন, গ্রাফিক ডিজাইনার হতে পারবে না। গ্রাফিক ডিজাইনার হতে হলে সিস্টেমেটিক্যালি ধাপে ধাপে কয়েকটা জিনিস শিখতে হবে।
গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আপনাকে গ্র্যাজুয়েট হওয়ার প্রয়োজন নেই তবে ইংরেজিতে মোটামুটি দক্ষতা থাকলে অনেক ভালো করতে পারবেন। অনলাইনে ঘাঁটাঘাঁটি কিংবা বিদেশি বায়ারের সাথে যোগাযোগের জন্য ইংরেজি জানা একটি পূর্বশর্ত।
এ ছাড়া কম্পিউটার অপারেট করা জানতে হবে অর্থাৎ বেসিক কম্পিউটিং সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। ইন্টারনেট সংযোগ থাকলে খুবই ভালো হয়। তাহলে আপনি যে কোন বিষয়ে অনলাইন থেকে সাহায্য নিতে পারবেন।
ডিজাইনের কাজের জন্য প্রয়োজন ইমেজ এডিটিং সফটওয়্যার যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রভৃতি। যদি আপনার মন হয়ে থাকে সৃজনশীল অর্থাৎ আপনার যদি আঁকাআঁকি করতে ভালো লাগে তাহলে সেটা অবশ্যই প্লাস পয়েন্ট।
১.২ কোথায় জব/কাজ পাবেন ?
ফ্রিল্যান্স মার্কেটপ্লেস
বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান
পত্রিকা/ম্যাগাজিন/প্রকাশনা প্রতিষ্ঠান
অনলাইন মার্কেট প্লেইস
প্রিন্টিং এবং ডিজাইনিং প্রতিষ্ঠান
ওয়েব ডেভেলপিং প্রতিষ্ঠান
যেকোনো প্রতিষ্ঠানের ডিজাইনার
প্রশিক্ষণ কেন্দ্র ।
১.৩। গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন? কোথায় শিখবেন?
নিজে নিজে শিখতে চাইলে আপনাকে অবশ্যই অনলাইন থেকে হেল্প নিতে হবে। এই ক্ষেত্রে youtube.com হচ্ছে বেস্ট। আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠান THE ACE TECHNICAL INSTITUTE থেকে করতে পাররেন।
আমাদের প্রতিষ্ঠানে ক্যারিয়ার হোক ফ্রিল্যান্সিং ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন কোর্সটি অফার করে থাকে। এক্ষেত্রে আমরা গর্বিতভাবে নিজেদেরকে সব চেয়ে যোগ্য প্রতিষ্ঠান মনে করি।
কেননা ইতি পূর্বে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা ক্যারিয়ার হোক ফ্রিল্যান্সিং ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন এর উপর ট্রেনিং করেছেন , তাদের অধিকাংশই দেশে ও ফ্রিল্যান্সিং এ সুপ্রতিষ্ঠিত।
আমরা ততক্ষন আপনাকে প্রশিক্ষণ দিয়ে যাবো , যতক্ষণ না আপনি চাকরির জন্য শতভাগ প্রস্তুত হবেন। আর এর জন্য আমাদের আছে সর্বাধুনিক ল্যাব সুবিধা , দেশের সব চেয়ে যোগ্য এবং ৫-৬ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকরা। আর আমাদের প্রত্যেকটি কোর্স এ থাকে real life project.
গ্রাফিক ডিজাইন এর সরকারি স্কলারশিপ এবং ফ্রি সেমিনারে অংশগ্রহন করতে চাইলে এই ফর্মটি ফিলাপ করে রাখুন। আমাদের অফিস থেকে যোগাযোগ করা হবে।
বিস্তারিত জানতে কল করুনঃ 01678777999
যোগাযোগঃ
রোড নাম্বার ১
বাড়ি নাম্বার ৮ (দ্বিতীয় তলা)
ও আর নিজাম আবাসিক এলাকা
জিইসি, চট্টগ্রাম
এছাড়াও ভিজিট করুন ভিডিও এডিটিং এবং ইউটিউব কোর্স