Diploma in Hotel Management
বর্তমান গ্লোবাল ট্যুরিজম এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্টদের ব্যাপক চাহিদা রয়েছে।
এই ডিপ্লোমা কোর্সটি বর্তমান উদীয়মান হসপিটালিটি এবং ট্যুরিজম সেক্টরে ভূমিকা রাখতে আপনাকে সাহায্য করবে।
ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সটি UK এর IQN কর্তৃক স্বীকৃত। এটি স্কটিশ ক্রেডিট এন্ড কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের লেভেল 7 সমমানের একটি কোর্স।
Recognisation স্বীকৃতি
IQN ডিপ্লোমা কোর্সটি স্কটিশ ক্রেডিট অ্যান্ড কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের লেভেল সেভেন এর একটি ডিগ্রী। এই ডিগ্রীটি ইউকে ন্যাশনাল ক্রেডিট অথরিটি দ্বারা অনুমোদিত। এছাড়াও IQN কোয়ালিফিকেশন টি ইউরোপিয়ান কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অর্থাৎ EQF এর লেভেল 5 সমমানের একটি ডিগ্রী।
কারা এই কোর্সটি করবেন?
পড়াশোনার যে কোন সময় আপনি এই কাজটি করতে পারবেন। যেকোনো ধরনের ফর্মাল কোয়ালিফিকেশন ছাড়াই কোর্সটি অনলাইনে রেজিস্ট্রেশন এর মাধ্যমে করা যায়। যাদের পড়াশোনায় দীর্ঘ বিরতি রয়েছে তারাও এ কোর্স করতে পারবেন।এছাড়াও এমন অনেকে আছেন যারা বর্তমানে ট্যুরিজম সেক্টরে জব করছেন তারাও তাদের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য এ কোর্সটি করতে পারবেন।
এমন অনেকে আছেন যারা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন কিন্তু বর্তমানে ট্যুরিজম এবং হোটেল ম্যানেজমেন্ট সেক্টরে ক্যারিয়ার করতে চাচ্ছেন, তারা এই কোর্সটি করে নিতে পারেন।
ভার্সিটিতে পড়াশোনার মাঝে মাঝে অনেকেই পার্ট টাইম জব করতে চান, ট্যুরিজম সেক্টরে প্রচুর পার্ট টাইম জব অ্যাভেলেবল,হোটেল ম্যানেজমেন্ট এর উপর কোর্স করে এই ধরনের জবে আপনারা এপ্লাই করতে পারেন।
এছাড়াও অনেকেই আছেন একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে নিতে চান, ভবিষ্যতে হোটেল ম্যানেজমেন্ট কিংবা ট্যুরিজম সেক্টরে বিনিয়োগ করতে চান, এমন যে কেউ এই কোর্সটি করে নিতে পারেন।
কিভাবে এই কোর্সটি করবেন?
IQN এর যে কোন রেজিস্টার্ড সেন্টারে ভর্তি হয়ে এই কোর্সটি করতে পারেন। সারা বিশ্বের প্রায় প্রতিটি দেশেই IQN এর রেজিস্টার ট্রেনিং সেন্টার রয়েছে। রেজিস্টার ট্রেনিং সেন্টার গুলোই স্টাডি ম্যাটেরিয়াল ও অন্যান্য ক্লাস গুলো প্রোভাইড করে থাকে।
অনলাইনে পরীক্ষা দেয়ার মাধ্যমে যে কেউ বিশ্বের যেকোনো স্থানে বসেই এ ডিগ্রিটি নিতে পারে। এ ব্যাপারে The Ace Technical Institute আপনাকে সাহায্য করবে। আমরা চট্টগ্রামে একমাত্র IQN স্বীকৃত রেজিস্টার্ড সেন্টার।
এই কোর্সটি করে কি কি শিখতে পারবেন?
ট্যুরিজম ইন্ডাস্ট্রির বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সমাধান, নির্দিষ্ট একটি সমাজে কিভাবে একটি ট্যুরিজম ইন্ডাস্ট্রি গঠন করা যায় তা শিখতে পারবেন।কিভাবে একটি ট্যুরিজম ব্র্যান্ড তৈরি করতে হয় তা জানতে পারবেন। একটি ফুড ইন্ডাস্ট্রি কিভাবে গঠন করতে হয় তা শেখা যাবে। গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট কিভাবে ইফেক্টিভ ভাবে পরিচালনা করতে হয় তা শিখতে পারবেন। food safety and hygiene সম্পর্কে জানতে পারবেন।বিস্তারিত জানতে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।
আমাদের ঠিকানাঃ
রোড নংঃ ১
বাড়ি নংঃ ৮
ও আর নিজাম এলাকা, জিইসি
পাচলাইশ,চট্টগ্রাম।
call: 01678 777 999