chef course

Chef Course Chittagong

Professional Chef Course in Chittagong

 

 


Professional Chef course  এর চাহিদা বর্তমানে সারা বিশ্বব্যাপী। আমাদের দেশে পর্যটন খাত দিন দিন উন্নতি করছে। দেশে বর্তমানে প্রচুর আন্তর্জাতিকমানের হোটেল গড়ে উঠছে। এছাড়াও রেস্ট্রুরেন্ট ব্যবসাও আমাদের দেশে দিন দিন প্রসার ঘটছে। এই সকল হোটেল এবং রেস্ট্রুরেন্ট এ প্রফেশনাল শেফদের প্রচুর চাহিদা দিন দিন বেড়ে উঠছে।

দেশের বাইরেও যারা প্রফেশনাল শেফ হিসেবে ক্যরিয়ার করতে ইচ্ছুক তাঁদের জন্য এই কোর্সটি কাজে আসবে।

১ বছর মেয়াদি প্রফেশনাল শেফ কোর্সটি শেষ করার পর ছাত্রছাত্রিরা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ফুড এন্ড বেভারেজ প্রডাকশন এর সার্টিফিকেট পাবেন। এর ফলে শেফ হিসেবে যে কোন হোটেল, রেস্টুরেন্ট কিংবা নিজেই উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গঠন করা সম্ভব।

কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট ছাড়াও IQN ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট নিয়ে দেশের বাইরে আমাদের ছাত্ররা সুনামের সাথে কাজ করে যাচ্ছে।

কোর্স শেষে আমাদের সকল ছাত্রছাত্রীদের পাঁচতারকা হোটেলে ইন্টার্ন করার সুযোগ আছে বিধায় বাস্তবিক অর্থেই সকল ছাত্রছাত্রী সঠিকভাবে ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারনা নিতে পারে। ইন্টার্ন এর সুবিধা আমাদের সকল শিক্ষার্থিই পাবেন।

The Ace Technical Institute চট্টগ্রামে ২০১১ সাল থেকে কাজ করে আসছে। সফলতার এক দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা রয়েছে । আমাদের প্রচুর শিক্ষার্থি বর্তমানে দেশে ও দেশের বাইরে সফলতার সাথে কাজ করে যাচ্ছে।

শেফ কোর্স করে বিদেশে কাজ করার ও সুযোগ রয়েছে। দেশে অভিজ্ঞতা অর্জন করে পরবর্তিতে বিদেশে গিয়ে কাজ করছে অনেকে।

Chef course এ কারা ক্লাস নিবেন?

আমাদের মেন্টররা সবাই চট্টগ্রামে পাঁচতারকা হোটেলে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন। এ কোর্সে আপনাদের যারা ক্লাস নিবেন  তাঁদের রয়েছে প্রফেশনাল কাজ করার বিশাল অভিজ্ঞতা।

বাসায় থেকেও অনেকে অনলাইনে ফুড সেল করে ইনকাম করতে পারেন। এ পদ্ধতিকে ক্লাউড কিচেন বলে। বলা হচ্ছে সামনে ক্লাউড কিচেন এর ব্যাবসার আকার রেস্টুরেন্ট থেকেও বড় হবে। এ কোর্সে ক্লাউড কিচেন নিয়েও দিক নির্দেশনা থাকবে। এ ক্ষেত্রে আমাদের নিয়মিত সেমিনারে অংশগ্রহন করতে পারেন।

Professional chef course নিয়ে আরও বিস্তারিত জানতে এই এড্রেসে সরাসরি যোগাযোগ করুন।

আমাদের ঠিকানাঃ
রোড নংঃ ১
বাড়ি নংঃ ৮
ও আর নিজাম এলাকা, জিইসি
পাচলাইশ,চট্টগ্রাম।
call:  01678777999

আমাদের ইউটিউব চ্যানেল

শর্ট কোর্সঃ  প্রফেশনাল বেকিং কোর্স