Home

 

The Ace Technical Institute ২০১১ সালে বাণিজ্যিক শহর চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়। আমাদের দেশের অধিক জনসংখ্যাকে সম্পদে রূপান্তর জন্য এই প্রতিষ্ঠান শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠান শুরু হবার পর থেকে সফল ভাবে কোর্স শেষ করে এখন পর্যন্ত দুই হাজারের এর অধিক ছাত্রছাত্রী দেশে ও বিদেশে বিভিন্ন সেক্টরে সুনামের সাথে চাকুরি করছে।

একাউন্টিং, হোটেল ম্যানেজমেন্ট এবং আইটি সেক্টর নিয়ে নিয়মিত বিভিন্ন মেয়াদি কোর্স আমরা পরিচালনা করে আসছি।

অনুমোদন সমূহঃ  বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডঃ (প্রতিষ্ঠান কোড ৭০২২০)

IQN: International Qualification Network

আমাদের ঠিকানাঃ
রোড নংঃ ১
বাড়ি নংঃ ৮
ও আর নিজাম আবাসিক এলাকা, জিইসি
পাচলাইশ,চট্টগ্রাম।
call:  01678 777 999